শ্যামপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী "জরিনা" গ্রেফতার
বিশেষ সংবাদদাতা - মোঃ মনির হোসেন
কদমতলী শ্যামপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী জরিনা আক্তার (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত ৫ টার দিকে কদমতলী থানাধীন নামা শ্যামপুর হাড্ডি কারখানা এলাকার নিজ বাড়ি হতে কদমতলী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ২০ ফেব্রুয়ারি জরিনার মাদক ব্যবসা নিয়ে " সংবাদের পাতা'য় " একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ পায়। তার সূত্র ধরে মাদক ব্যবসায়ী জরিনার উপর পুলিশের নজর কারে।
এবিষয়ে কদমতলী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইনের নির্দেশে, ডিএমপির ওয়ারী বিভাগের (শ্যামপুর জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আলাউদ্দিনের সহযোগিতায়, ডিএমপির ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) হিরন্নয় বারুরী এএসআই মো.মুজিবুর রহমান সঙ্গিয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করে।
জরিনা চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাজা ' মাদক ' বিক্রি নগদ টাকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জরিনা ও তার দুই সহযোগী রাব্বি, সালেহা কে গ্রেফতার করা হয়, বিষয়টি জানান কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম।