সবার কথা বলে

গলায় ফাঁ-স দিয়ে এক গৃহবধুর আ”ত্ম”হ”ত্যা

0 457
বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁ-স দিয়ে এক গৃহবধুর আ-ত্ম-হ-ত্যা
মোঃ সাইফুল ইসলাম – ঠাকুরগাঁও (প্রতিনিধি):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে মেধা রাণী নামে এক গৃহবধুর ঝু-ল-ন্ত লা”শ উ-দ্ধা-র করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। আজ (২৫ ফেব্রুয়ারি) রবিবার বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উওরডাঙ্গাপাড়া গ্ৰ্যম থেকে তার ঝু-ল-ন্ত লা”শ উ-দ্ধা-র করা হয়।
নিহত মেধা রাণী এই গ্ৰ্যামের চিম্বু চন্দ্র সিংহ এর স্ত্রী মেধা রাণী তিন সন্তানের জননী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আকুল কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন নি-হ-ত মেধা রাণী মেয়ের বাড়ি থেকে ফেরার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পরেন। পরে স্বামী আর একটি ঘরে ঘুমিয়ে পরেন রাতে হঠাৎ তার মেয়ে মাকে দেখতে না পেয়ে বাবাকে জানান। অনেক খুঁজা খুঁজির পর পরেরদিন স্থানীয় লোকজন বাড়ির পাশে কাঁঠাল গাছে মৃ’ত্যু’দে’হ ঝু-ল-ন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ম’র’দে’হ উ-দ্ধা-র করেছি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেধা রাণী ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে অভিমান করে আ-ত্ম-হ-ত্যা করে মেধা রাণী। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.