
স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম এ জব্বারঃ
রাজধানীর কদমতলী থানাধীন ২৪ফেব্রুয়ারি শনিবার পূর্ব কদমতলী স্কুল সংলগ্ন মাঠে স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
স্বদেশ স্কুল এন্ড কলেজ ২০১১ইং সালে ১৩ জন সদস্যসহ স্কুলটি পথযাত্রা শুরু করেন। এর পর শুনামের সাথে প্রতিষ্ঠানটি বর্তমানে মেনেজিং কমিটির সদস্যসহ শিক্ষক, শিক্ষকাসহ মোট ২৮ জন দ্বায়িত্বরত কর্মকর্তা অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সাংসদ সদস্য ঢাকা ৪ ও কার্যনিবার্হী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ।
এমময় এ্যাডভোকেট সানজিদা খানম বলেন, শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দেন। তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের তিনি উপদেশ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটিতে অর্জিত শিক্ষা ও সহশিক্ষায় সাফল্যের গৌরবোজ্জ্বল ধারাটি অক্ষুন্ন রাখার জন্যে শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা শাপলা খানম, থানা শিক্ষা অফিসার,শ্যামপুর ঢাকা, জনাব মোঃ ইমতিয়াজ আহম্মেদ খান,(সিএম) চিফ ফাইন্যান্সসিয়াল অফিসার, (সিএফও ইসলাম অক্সিজেন লিঃ), জনাব মোঃ জহিরুল ইসলাম অধ্যক্ষ, পূর্ব কদমতলী ইসলামিয়া মাদ্রাসা, জনাব মোঃ মমিনুল ইসলাম, অধ্যক্ষ – মোহাম্মদবাগ আদর্শ কলেজ, জনাব মোঃ তাজুল ইসলাম, সহকারি শিক্ষক, সলিমউল্লাহ সেলিম সরকারি প্রাঃ বিদ্যাঃ, জনাব মোঃ বুলবুল রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, জনাব মোঃ কামাল হোসেন, সভাপতি, ৫৯ নং ওয়ার্ড যুবলীগ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জব্বার সরকার, সভাপতি, স্বদেশ স্কুল এন্ড কলেজ।
সঞ্চালনায় ছিলেন মোঃ শাহজাহান শিকদার, সাবেক সভাপতি, স্বদেশ স্কুল এন্ড কলেজ এবং জিন্নাত আর বেবি, শিক্ষিকা, স্বদেশ স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিযোগিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে।