সবার কথা বলে

জামালপুরে জেএসডি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত

0 203

জামালপুরে জেএসডি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি

শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, জণগণ এক হও, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) জামালপুর জেলা শাখার এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় মুক্তিযুদ্ধের” আহ্বান, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, সীমান্ত সমস্যার দ্রুত সমাধান, ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন, সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের  লক্ষ্যে অদ্য ২মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

২মার্চ শনিবার বিকালে স্থানীয় দয়াময়ীমোড়  চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন জেএসডি জামালপুর জেলা শাখা।

সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিনের সভাপতিত্বে ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন।

আরোও বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, হাফিজুর রহমান মাস্টার, আব্দুল  খালেক মাস্টার, আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মালেক, জামালপুর ও সদর উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক ওমর হোসাইন। এছাড়াও  জেএসডি জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.