সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিস হামলা ভাংচুরকে কেন্দ্র করে সৈয়দপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভা
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সৈয়দপুর প্রেসক্লাবে এক মত বিনিময় সভার আয়োজন করে রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ সাইদুল ইসলাম (পিকে সাইদুল)।সভাটি ০১ মার্চ রোজ (শুক্রবার) রাত আটটার সময় অনুষ্ঠিত হয়।
এ সময় রিপোর্টাস ইউনিটের সভাপতি বলেন শহিদুজ্জামান শুভ নেতৃত্বে ২৯ ফেব্রুয়ারি রোজ (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় ৫০ থেকে ৬০ জন উশৃংখল যুবক সংঘ-ব-দ্ধ-ভাবে অ”ত”র্কিত”ভাবে হামলা চালায় তার রিপোর্টার্স ইউনিটের অফিস কক্ষের ভিতর ভাংচুর করেছে। তার অফিস কক্ষ এবং অফিসের সাইড ওয়াল, জানালার থাই গ্লাস ভাংচুরসহ অফিসের ভিতরে রক্ষিত চেয়ার, টেবিল, কম্পিউটার, ভাংচুর ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে।
তিনি বলেন আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং একটি প্রিন্টার মেশিন ও মনিটর মেশিন ও কিছু প্লাস্টিকের চেয়ার, পানির ট্যাংকি ও ফিটিংস যন্ত্রাংশ চুরি করিয়া লইয়া যায়। ওই সময় উক্ত অফিসে উপস্থিত থাকা সাংবাদিক মীর রমজান আলী টুটুল বাধা দিতে গেলে তাকে মারধর সহ আরো অন্যান্য সাংবাদিকদের এলোপাথাড়ি লাথি, ধাক্কা ও অ’স্ত্র’শ’স্ত্র সজ্জিত হইয়া আঘাত করিতে আসে।
এ সময় রমজান আলী টুটুলের ছোট ভাই সেখানে উপস্থিত হলে তাকেও মারপিট করে এবং তার মাথায় জখম করে রক্তাক্ত করে। বর্তমান সে ১০০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন বাদল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ বিষয়ে জানার পর তারা বলেন ঘটনা সত্যতা যাচাই করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সকলেই এই জঘন্য কর্মকান্ডের ব্যাপারে নিন্দা পোষণ করেন। মত বিনিময় আলোচনায় রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দরা সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন বলে জানান। সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোপ দেখা দিয়েছে। ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল বাদী হয়ে সৈয়দপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।