
নোয়াখালীতে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃএনায়েত হোসেন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মার্চ) সকালে কৃষ্ণরামপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,বিশেষ অতিথি সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিব,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কাউন্সিলর আবুল খায়ের সোহাগ,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আল মাহমুদ হোসেন রোমেল সহ আরও অনেকে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের শিক্ষার মান আরও বাড়াতে হবে।ছাত্র-ছাত্রীদের উপস্থিতি আরও বাড়াতে হবে।প্রতিটি শিশুকে খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।তাহলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় মুখী হবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি অভিভাবক যারা আছে তারা প্রতিটি শিশুরদিকে খেয়াল রাখতে হবে তাদের ছেলে মেয়ে যাতে পড়াশোনা ছাড়া অন্য কোন কাজে লিপ্ত না হয় এবং শিক্ষকগণ যে ক্লাসে এসে ঠিকমতো পড়াশোনা করাইলে তাহলে ঐ সকল ছাত্র-ছাত্রীরা সুশিক্ষার আলো পাবে। শিক্ষকদের প্রতি আমার একটু অনুরোধ আপনারা বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের প্রতি একটু নজর রাখেন তাহলে কোন ছাত্র-ছাত্রী পড়াশোনার প্রতি অনিয়ম হবে না।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রী ও শ্রেষ্ঠ মাদের হাতে পুরষ্কার তুলে দেন।