সবার কথা বলে

সৈয়দপুর সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0 225

সৈয়দপুর সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

মোঃ মাসুদুর রহমান

(সৈয়দপুর) নীলফামারী প্রতিবেদকঃ 

সৈয়দপুর সরকারি কলেজ ক্যাম্পাসে রোজ ( সোমবার) ১১ ই মার্চ বেলা ১১ টার সময় বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর কলেজের  অধ্যক্ষের দুর্নীতি ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে  বিক্ষোভ মিছিল করে।

বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর কলেজ শাখা অধক্ষের দুর্নীতি ও স্বেচ্ছাচারীতা এবং জামাত বিএনপি মদদ দেওয়া সহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ মিছিল করে। গত ১০ ই মার্চ রবিবার ও ১১ ই মার্চ সোমবার ছাত্রলীগ এ মিছিল করে।  ছাত্রলীগ নেতা আকাশ সরদার বলেন,  অতিরিক্ত ফি আদায়, যথা সময়ে ছাত্র সংসদ নির্বাচন না দেওয়া,  ছাত্রী কমন রুমের বেহাল দশা,  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যথাসময়ে না করা,  ছাত্র ছাত্রীদের আবাসিক সমস্যা সহ নানান সমস্যা রয়েছে।  সেগুলোর  গুরুত্ব না দেওয়া।  গত ৭ ই মার্চের অনুষ্টানে অধ্যক্ষের জাতীয় স্লোগান জয় বাংলা ব্যবহার না করার অভিযোগ রয়েছে। ”

সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আতিয়ার রহমান এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান,  এ সব অভিযোগ ভিত্তিহীন বানোয়াট।  একটি পক্ষ এসব ছড়াচ্ছে।  সৈয়দপুর কলেজ সরকারী করন হলেও ৮৪ জন শিক্ষক কর্মচারীর  মধ্যে ৪০ জন সরকারী সুযোগ সুবিধা পায়। বাকী অর্ধেকের বেশি শিক্ষক কর্মচারী বেতন পায় না। সরকারের নিয়ম মেনে বাকী কর্মচারী ও শিক্ষকদের বেতন ভাতার জন্য অতিরিক্ত ফি নেওয়া হয়।  আমরা তো এসব শিক্ষক কর্মচারীদের বাদ দিতে পারি না। পর্যায়ক্রমে  সরকারীকরন প্রক্রিয়াধীন বা বিভিন্ন জটিলতায় আটকে রয়েছে। এগুলো সমস্যার সমাধান হলে সরকারিভাবে সকল শিক্ষক-কর্মচারী বেতন পাবে। তিনি বলেন কিছু কলেজের কর্মচারী শিক্ষকদের জন্য নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের সঙ্গে কিছু অর্থ আদায় করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.