
ভারত মহাসাগরে জিম্মি বাংলাদেশি জাহাজ
সংবাদের পাতা – প্রতিবেদক:
এবার বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ জন ক্রু নিয়ে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। (১২ মার্চ) মঙ্গলবার জাহাজ কোম্পানির ডেপুটির ম্যানেজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এবিষয় টি তিনি বেলা ১টার দিকে বিষয়টি জানতে পারেন। কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজটি ২৩ জন বাংলাদেশি ক্রু নিয়ে আফ্রিকার মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগরে পৌঁছালে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েন তারা।
তবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান বলেছেন, জিম্মি বাংলাদেশি ক্রুরা সবাই ভালো আছেন।
২০১১ সালে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল ২৬ বাংলাদেশি নাবিকসহ জাহাজ এমভি জাহান মনি। ৩ মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে রওয়ানা হয়।