
গলাচিপায় তুচ্ছ ঘটনায় চরকাজলে এক গৃহবধূ নি-র্যা-ত-ন
বিশেষ প্রতিনিধি:মু. জিল্লুর রহমান জুয়েল
গলাচিপা (পটুয়াখালী)::
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (বড়শিবা) এলাকায় পূর্ব শত্রুতার জেরে এবং হাঁস উঠানো কেন্দ্র করে পারুল আক্তার নামের এক গৃহবধূ নি’র্যা’ত’নের খবর পাওয়া গেছে। ন্যায় বিচার চেয়ে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা ৭নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায়। স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির মোঃ চানমিয়া মৃধা ও বাবুল হাওলাদার গত ১৫ই মার্চ বিকাল আনুমানিক ৫.৩০ মিনিট সময়ে প্রতিবেশী ফিরোজ প্যাদার স্ত্রী পারুল আক্তারকে হাঁস উঠানোকে কেন্দ্র করে মারধর করে। এতে চান মিয়া ও বাবুল মৃধার মারধরে হতদরিদ্র গৃহবধূ পারুলের মাথায় ও ডান কানের অধিকাংশ ছিড়ে গেলে তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে অর্থের অভাবে মুমূর্ষু অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন।
এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে ভূক্তভোগী পরিবার গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।