
গলাচিপায় জিসান হত্যা বিচার ও দোষিদের গ্রেফতার এর দাবীতে মানববন্ধন
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী):
গলাচিপা চরবিশ্বাসে কিশোর গ্যাং এর হামলায় এইচ এস সি পরিক্ষার্থী জিসান হত্যার বিচারের দাবীতে মানববন্ধনে।
শুক্রবার দক্ষিন চরবিশ্বাস বটতলা বাজারে ২২ মার্চ শুক্রবার সর্বস্তর জনসাধারণ এর আয়োজনে বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বটতলা বাজারের সাধারণ সম্পাদক আবু সায়েম গাজি নেতৃত্বে জিসান হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁশির দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময়ে নিহত জিসান এর বাবা ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক, মো: মশিউর রহমান নান্না, গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সুশীল সমাজ, ব্যাবসায়ী, শিক্ষার্থী, শিশু, নারী পুরুষ, এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য স্থানীয় বটতলা বাজারে চলন্ত মোটরসাইকেল রাস্তায় ধূল উড়ানো নিয়ে কিশোর গ্যাং বাপ্পি চৌকিদার, মাহিন, মহিব্বুল, রোমান, বেল্লা হাওলাদার , ইছা, বায়জিদ এর সাথে জিসান এর কথা কাটাকাটির বিষয় নিয়ে ৮’ জুলাই জিসানের উপর হামলা করে। এ হামলায় জিসান গুরুত্বর আহত হলে, গলাচিপা, পটুয়াখালী ও ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি পৌছানোর ৫/৬ ঘন্টা পরে জিসান এর মৃত্যু হয়।এঘটনায় জিসান বাবা, চিহ্নিত ১০ জনের বিরুদ্ধ গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি গলাচিপা থানা পুলিশ। ভূক্তভোগী পরিবার জানান, আসামীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো প্রকাশ্যে হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে, এ কিশোর গ্যাং বা সন্ত্রাসীদের কারা লালন পালন করছে? যারা করছে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।
উল্লেখ্য নিহত জিসান চরবিশ্বাস কে আলী ডিগ্রী কলেজের এইচ এস সি পরিক্ষার্থী ছিলেন।