প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ১:০৪ পূর্বাহ্ণ
সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণে সংবাদ সম্মেলন
সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আতিয়ার রহমান এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সৈয়দপুর উপজেলা পৌর আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ।
২১ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টার সময় সৈয়দপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর সরকারী কলেজের শিক্ষক মোঃ কামাল হোসেনসহ অনেকে।
এ সময় বলা হয় কলেজ অধ্যক্ষ ড. মোঃ আতিয়ার রহমান একজন জামায়াত পন্থী। তিনি কোন ভাবেই আওয়ামী লীগ সরকারকে মেনে নিতে পারছেন না। যার কারণে ৭ মার্চ জাতীয় দিবস পালন না করে তিনি আর একজন বিএনপি শিক্ষককে অনুষ্ঠান পালনের দায়িত্ব দিয়ে নিজে ছুটিতে ছিলেন। এরপর ওই শিক্ষক অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলে অনুষ্ঠান শেষ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অপসারণ দাবি করে। তবে ওই অনুষ্ঠানের জের ধরে নিরাপরাধ শিক্ষক মোঃ কামাল হোসেনকে কারণ দর্শানো নোটিশ দেন অধ্যক্ষ। তাই অধ্যক্ষের এমন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আওয়ামী লীগসহ বেশ কয়েকটি সংগঠন। তারা ওই জামায়াত পন্থী অধ্যক্ষের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি পত্র প্রেরণ করে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা