নীলফামারীর সৈয়দপুরে ১৯ মার্চ ( মঙ্গলবার) দুপুর ১২টার সময় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে উধাও অনেক বিক্রেতা, বেশ কয়েকজনকে জরিমানা।গরুর মাংস ৬৬৫/- টাকা কেজি দরে বিক্রির নির্দেশনা।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত বাজার তদারকিতে বের হলে সবজি বাজারের অনেক ভ্যারাইটিস স্টোরের বিক্রেতারা দোকান থেকে সটকে পড়েন। দোকানগুলোকে বলা হয় মূল্য তালিকা সামনে প্রণয়ন করার জন্য এ সময় বেশ কয়েকজন দোকানদার, হোটেল রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। সেই সাথে সকল গরুর মাংস বিক্রেতাকে ৬৬৫/- টাকা কেজি দরে মাংস বিক্রির নির্দেশনা এবং মুরগির দোকানগুলোতে সঠিক রেটে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়।এর বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।এ সময় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।