গলাচিপায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি –
মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)।
পটুয়াখালীর গলাচিপায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু.শাহআলম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, উপজলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধান গন এবং বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। আগে চিকনিকান্দী সূতাবাড়িয়া ১৯৭১ সালের ৮’ মে গণহত্যার বদ্ধ ভূমিতে সকাল নয় টায় শহীদ’দের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর পরে গলাচিপা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে সন্ধ্যা ৭টায় গলাচিপা নাগরিক কমিটির উদ্যোগে অধ্যাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।