সবার কথা বলে

হারানো বিজ্ঞাপ্তি

0 201

হারানো বিজ্ঞাপ্তিঃ

আমি মোসাঃ মোরশেদা (৪১), পিতা: কেরামত আলী হাওলাদার, মাতা: হাছিনা বেগম, জাতীয় পরিচয় পত্র নং – ৬৪২০২১৪৯৫৬, ঠিকান(স্থানী)-ওয়ার্ড নং-০৭,গ্রাম – ঘোষকাঠি,ইউনিয়ন /ওয়ার্ড-দেহেরগতি,থানা-বাবুগঞ্জ,জেলা-বরিশাল মোবাইল-০১৬০৯৫৫৪৬৮৩।

আমি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় হাজির হয়ে সাধারন ডায়েরী করছি যে, (জিডি নং-৯০০) – গত ১০/০৩/২০২৪ইং তারিখে দুপুর আনুমানিক ১২.০০ঘটিকার সময় আমার নিজ বাড়ী বাবুগঞ্জ থানাধীন দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠি সাকিন হতে বাবুগঞ্জ যাওয়ার পথে আমার সাথে থাকা আমার ছেলে মোঃ মাজহারুল ইসলাম শুভ এর নিজ নামীয় এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র এবং মার্কশীট, যার রোল নম্বর- ১৩৩৬৫৬, রেজিস্ট্রেশন নম্বর – ১৭১৫৫৯৪৫৬১, শিক্ষা বর্ষ – ২০১৮৮-১৯, এবং এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র, মার্কশীট এবং সার্টিফিকেট, যার রোল নম্বর-২০৪৪১১, রেজিষ্ট্রেশন নম্বর-১৭১৫৫৯৪৫৬১, শিক্ষা বর্ষ -২০২০-২০২১ অসাবধানতার বশত অজ্ঞাত স্থানে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে কোথাও পাওয়া যায় নি।

জিডি নং – ৯০০
মোসাঃ মোরশেদা
মোবাইল – ০১৬০৯৫৫৪৬৮৩

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.