সবার কথা বলে

সৈয়দপুরে শিক্ষানবীশ আইনজীবীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

0 195
সৈয়দপুরে শিক্ষানবীশ আইনজীবীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ। 
মোঃ মাসুদুর রহমান (সৈয়দপুর) নীলফামারী প্রতিবেদকঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনা খুলি দলবাড়ী বরিজপাড়ায় শিক্ষানবীশ মোঃ আনসারুল ইসলাম (৩০)এর উপর হামলা ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায় গত ২৭ /৩/ ২০২৪ইং সকাল ৯ টার সময়  নীলফামারী জজকোর্টের উদ্দেশ্যে শিক্ষানবীশ মোঃ আনসারুল যাচ্ছিল। এমত অবস্থায় জাহাঙ্গীর ও কালাম পথ রোধ করে এলোপাতাড়ি মার ডাং শুরু করে । পরে এলাকাবাসীর সহযোগিতায় সৈয়দপুর সরকারি ১৫০ শর্য্য  হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়। ইতিপূর্বে সরকারি রাস্তার পাশে পুকুর খনন কে কেন্দ্র করে  রাস্তা রক্ষার্থে এলাকাবাসীর পক্ষে ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন শিক্ষানবিশ আইনজীবী মোঃ আনসারুল ইসলাম । ফলে ওই শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পুকুর মালিক বলেন অভিযোগ করেছো কেন বলে  মারপিট শুরু করে।  সূত্রে জানা যায়। এ বিষয়ে বাদী হয়ে  ১। জাহাঙ্গীর(২৮) ২। আবুল কালাম(৩৫) ৩। জমির উদ্দিন(৫৫) ৪। বিজলী(৩২)৫। মমিনা(৩০) ৬। ঝরনা(৪০) সর্বসাং উত্তর সোনাখুলি কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় কালাম ও জাহাঙ্গীর এলাকার পর্দা কে ক্ষুন্ন  করে সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। সিসি ক্যামেরা বিষয়ে ওই ইউনিয়ন চেয়ারম্যান কিছুই জানেন না বলে জানান। এদিকে ওই এলাকার নাম প্রকাশ করতে অনিচ্ছুক শিক্ষক বলেন সিসি ক্যামেরা লাগানো রহস্যজন ক বলে মনে হচ্ছে। কারণ এই রাস্তা দিয়ে অনেক ছাত্র-ছাত্রী ও মা-বোনেরা চলাচল করে তাদের ভিডিও ফুটেজ একজন সাধারন মানুষের কাছে এভিডেন্স হিসেবে থাকবে এটি অবশ্যই রহস্যজনক বলে মনে হচ্ছে এটি কে আতংকের  পথ হিসেবে ভাবছে এলাকাবাসী। সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত বলে মনে করেন। এদিকে সৈয়দপুর থানার তদন্ত উপপরিদর্শক রাসেল পারভেজ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.