ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক : পুলিশ
সংবাদের পাতা – সম্রাট:
৭ এপ্রিল, রবিবার সায়দাবাদ বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি এবং জনসাধারন, বাস মালিক ও বাস ড্রাইভারদের উদ্দেশ্যে “ধীর গতিতে চালাই গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” স্লোগানে ব্রিফিং করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আইজিপি বলেন, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফিটনেসবিহীন কোন গাড়ি চলাচল করতে পারবে না। তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণকে সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।
এসময় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিং এ নির্দেশনা প্রদান করেন তিনি।
ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।
আইজিপি মহোদয় সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের জনগণ প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন।
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে সর্বোসাধারণের জন্য কিছু নির্দেশনা-
১.গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন,পানির লাইন, সব ধরনের লাইট, ফ্যানের সুইচ, বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে বের হতে হবে। বাসা বাড়িতে অগ্নি দুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা জানালা খুলে ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্যুতিক সুইচ অন করা যাবে না।
২.বাসা-বাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে। পূর্বে বসানো সিসি ক্যামেরা সচল আছে কিনা পরীক্ষা করতে হবে।
৩. বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে।
৪. নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা নিকটাত্মীয়দের কাছে নিরাপদে রাখতে হবে।
৫. রাতে কিংবা দিনে একসাথে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে।
৬. মোটরসাইকেল চুরি রোধে এলার্ম লাগাতে হবে । লক করার কাজে স্টিলের তৈরি মেরিন এংকর চেইন ব্যবহার করতে হবে।মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নত মানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।
৮.যার নাম ঠিকানা আপনার জানা নেই এমন অপরিচিত ব্যক্তির দেয়া ভিডিও কল গ্রহণ করবেন না।
১০. ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা গিয়েছে -এমন ফোন কল পেলে যাচাই না করে বিশ্বাস করবেন না।
১২. ফেসবুক/মেসেঞ্জার whatsapp/ইমো ইত্যাদি আইডিতে আত্মীয়, বন্ধু কিংবা পরিচিত ব্যক্তির বিপদে পড়ে জরুরী টাকা পাঠানোর অনুরোধ পেলে উক্ত ব্যক্তির মোবাইল নাম্বার কিংবা তার পরিবারের লোকজনের মোবাইল নাম্বারে যোগাযোগ না করে কোন টাকা পাঠাবেন না। মোবাইল চুরি করে কিংবা বিভিন্ন আইডি হ্যাক করে এ ধরনের অনুরোধ পাঠানো হয়।
১৩. সস্তায় হোটেল ভাড়া করা/বিমানের টিকেট কাটা কিংবা কম খরচে ইউরোপ /কানাডা কিংবা আমেরিকায় পাঠানোর প্রস্তাব কোন ফেসবুক অ্যাকাউন্ট কিংবা অ্যাপসে পাঠালে বিশ্বাস করবেন না।