সবার কথা বলে

আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যেগে কদমতলা নুরিয়া মাদ্রাসায় ইফতার

0 234

আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যেগে কদমতলা নুরিয়া মাদ্রাসায় ইফতারের আয়োজন অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতাঃ (আবদুল্লাহ আল মামুন)

৩০ মার্চ শনিবার আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যেগে (সোনাগাজী) কদমতলা মদীনাতুল উলুম নুরিয়া মাদ্রাসায় শতাধিক ছাত্র ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতকান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও লালপোল কেন্দ্রীয় মসজিদের খতিব এ এস এম জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কারামতিয়া উপশাখার ডেপুটি ইনচার্জ মোঃ আলাউদ্দীন। মতিগঞ্জ আর এম হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার সাহাব উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন, আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ও ঢাকা জজ কোর্টের শিক্ষা নবিশ আইনজিবী আবদুল্লাহ আল মামুন। আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম সদস্য মাঈন উদ্দীন মামুন, নুরুল করিম সুরাইম উজ্জল।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক আবু নাইমসহ প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষক উপস্হিত ছিলেন।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করার পর আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের উত্তোরত্তর সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার মুহতামিম রহমতুল্লাহ বলেন – আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোক্তা সবাই এই মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ডে অতীতে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছে, ভবিষ্যতে আরো বেশী রাখবে এই আশাবাদ ব্যাক্ত করছি।

সর্বশেষ মাদ্রাসার মুহতামিম রহমতুল্লাহর মুনাজাত পরিচালনার মাধ্যমে ইফতার প্রোগ্রাম শেষ করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.