খুশির চাঁদ
কবি জামাল
আকাশের বুকে হাসছে দারুন
নব উজ্জীবিত চাঁদ,
বাতাসের সাথে ভাসছে যেন
ঈদ খুশির উন্মাদ।
হাতে হাত রেখে সবে এগিয়ে যাবো ভবে
কাঁধের সাথে মিলে কাঁধ,
উল্লাসে উল্লাসে যাবো মিশে একাকারে
থাকবেনা কোনো প্রতিহিংসার বাঁধ।
সেমাই,ফিরনি আর মিষ্টান্নতে ভরা
ঈদুল ফিতরের দ্বারা
নামাজের আগে পরে খুশির জোয়ার বয়ে
খেয়ে যায় নামাজি যারা।
নতুন জামার নতুন খুশিতে
ছেলে মেয়েরা যেন সাজছে
বছর ঘুরে যে তাদের তরেতে
ঈদের খুশি আবার আসছে।
সবে হাসছে সবে খাচ্ছে
তবে নিচ্ছে কি একটু তাদের খবর,
যারা ফুটপাতে রাস্তায়
কাঁদছেতো নিরালায়
ঘুরছে হয়ে যেন যাযাবর।
ঈদের খুশি তো
শুধু আমার নয়
প্রাপ্য সকল মুসলিম উম্মাহার।
তাই, এসো সবে পণ করি
উল্লাস ভাগ করি
থাকবেনা উপবাস কেউ আর ।