সবার কথা বলে

পুনাইখাঁর কান্দী অন্তত ১০টি বসতঘরে হা”ম”লা ভাং*চু*র ও লু’ট’পা’ট

0 167

নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাইখাঁর কান্দী অন্তত ১০টি বসতঘরে হা”ম”লা ভাং-চু-র ও লু’ট’পা’ট ঘটনা ঘটেছে।

সংবাদের পাতা – এবিএম জিয়াউল হক(টিটু):

গত (১২ই মে শুক্রবার) বাদ মাগরিব রাজনগর ইউনিয়নের পুনাইখাঁর কান্দী মাদবর বাড়িতে হা’ম’লা চালায় দু-র্বৃ-ত্ত-রা।

এ সময় বসতবাড়িতে ভাং-চু-র কক্টেল বি’স্ফো’র’ণ করে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

সকাল ১০ঘটিকার এক পক্ষ প্রথমে ভাং-চু-র লু’ট’পা’ট চালায় পরবর্তীতে বিকেলে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এই নিয়ে অত্র এলাকার ধমধমে ভাব বিরাজ করছে।

তবে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে এবং একটি মামলা হয়েছে বলে জানান নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.