প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
মোঃ সাইফুল ইসলাম - সংবাদের পাতা:
"প্রাণিসম্পদে ভরবো দেশ - গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদকে নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং চারোল ইউনিয়নের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটাজি, উদ্যোক্তা ও এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের খামারী মালিক সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।
দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু-ছাগল, হাঁস- মুরগি, পশু পাখি, বিভিন্ন প্রজাতির ঘাস সহ বিভিন্ন বিষয়ের ৪৯ টি স্টল রয়েছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা