সবার কথা বলে

শিক্ষকদের মধ্যে ঐক্যতা তৈরী

0 289
শিক্ষকদের মধ্যে ঐক্যতা তৈরী করে দৃষ্টান্ত সূচনা করলেন মিরসরাই উপজেলার গনিত শিক্ষক পরিবার
মো জামাল উদ্দিন – সংবাদের পাতা:

মিরসরাই উপজেলার গনিত শিক্ষক পরিবারের সূচনা হলো নতুন উদ্দীপনায়। উপজেলার স্বনামধন্য একটি পর্যটন কেন্দ্র মহামায়া লেক এলাকায় গত ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার সারাদিন ব্যাপি ঈদ উদযাপন ও উপজেলার গনিত শিক্ষকদের মিলনমেলা ২০২৪ আয়োজনের মধ্য দিয়ে  বিকালে গঠন করা হয় একটি কার্য নির্বাহী কমিটি।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হুমায়ুন কবির, বিশেষ অথিতি ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রেজাউল করিম মাষ্টার,  মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জামশেদ আলম সহ উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার অবসর প্রাপ্ত ও বর্তমান  বি এস সি শিক্ষক গণ।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হুমায়ুন কবির খান  এমন ব্যতিক্রমধর্মি একটি মিলনমেলা কে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন বলেন এটি একটি মডেল হয়ে থাকবে সারা দেশে। শিক্ষকদের মধ্যে এমন ঐক্যতা তুলে যে দৃষ্টান্ত উপস্থাপন হলো তা সত্যি প্রশংসনিয়। এটি শিক্ষা খাত কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
এ প্রসঙ্গে উপজেলায় সেরা শিক্ষক হিসেবে বার বার নির্বাচিত বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক জনাব ক্ষুদিরাম দাশ বলেন এই ঐক্যতা বা কমিটির মূল উদ্দেশ্য হলো গনিত বিষয়ের যে কোনো সমস্যা যেন একমত হয়ে সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো কিছু প্রধান করা যায়।এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে স্বচ্চতার সাথে তা প্রতিষ্ঠিত করা যায়।
মূলত নতুন কারিকুলামে গনিত বিষয়ের উপর ২০২৩ সালে প্রশিক্ষণ নেওয়ার সময় শিক্ষকদের মধ্যে এমন একটি ভ্রাত্তিত্ববোধ আন্তরিকতা তৈরী হয়  এবং সেই সময়ে  মিলনমেলা আয়োজনের প্রস্তাব উপস্থাপন করা হয়। তার কিছুদিন পরেই এমন একটি মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে সূচনা হয়।যার ধারাবাহিকায় দ্বিতীয়বারের মত আয়োজন করা হয়।
রাপ্যাল ড্র এর আয়োজন করা হয় যা মিলন মেলার সৌন্দর্য কে আরো আনন্দঘন করে তোলে।
সকল শিক্ষকের উপস্থিতিতে মহাজন হাট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক জনাব নিজাম উদ্দিন বি এস সি কে সভাপতি ও খৈয়াছরা উচ্ছ বিদ্যায়ের গণিত শিক্ষক জনাব পলাশ চন্দ্র নাথ কে সাধারণ সম্পাদক করে ৬ জন উপদেষ্টা ও ২৫ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
নাচ, গান আলোচনা ও নৌকা ভ্রমনের মধ্য দিয়ে শেষ করা হয় এই মিলন মেলা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.