সবার কথা বলে

সৈয়দপুরে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা

0 153
সৈয়দপুরে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা
মোঃ মাসুদুর রহমান (নীলফামারী):
নীলফামারী সৈয়দপুরে তীব্র দাবদাহ ও প্রখর রোদে অতিষ্ঠ হয়ে সৈয়দপুর রেলওয়ে মাঠে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ মানুষজন এবং প্রাণীরা। ফলে গত কয়েক দিন ধরেই বিভিন্ন জায়গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে।
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন সৈয়দপুরের বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ১১.০০ টার দিকে শহরের রেলওয়ে মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি রিসার্চ সেন্টার (দিনাজপুর) এর প্রতিষ্ঠাতা সৈয়দ ড. এরশাদ আহমেদ আল বুখারীর।
গত (বুধবার) মৌসুমের নীলফামারীর জেলার সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে রেকর্ড করা হয়। পানির অভাবে চাষাবাদ কাজেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল।
সৈয়দ ড.এরশাদ আহমেদ আল বুখারী বলেন, হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, দুইটা সময় জাহান্নাম নিশ্বাস ছাড়ে গ্রীষ্মকাল ও শীতকালে। অতিরিক্ত শীত যখন হয় তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় এবং অতিরিক্ত গরমেও সমস্যার সমাধানে দোয়া করা হয়। অতীতে আরব দেশে যখন এমন প্রখর রোদ আর গরম ছিল তখন হযরত মুহাম্মদ (সা.) গরম থেকে পরিত্রাণ চেয়ে সাহাবাদের নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.