এই তিব্র গরমে সাধারণ মানুষের পাশে ট্রাফিক পুলিশ
বিশেষ সংবাদদাতা – মোঃ মনির হোসেন:
তীব্র তাপপ্রবাহে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ খাবারপানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল ১১ টায় ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে রাজধানীর পোস্তগোলা ঈগল ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আশরাফ ইমাম উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) ডিএমপি, ঢাকা নির্দেশক্রমে।
ডেমরা ট্রাফিক জোনের অন্তর্গত পোস্তগোলা ঈগল পুলিশ বক্স কেন্দ্রিক স্থানে তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষের মাঝে একটু স্বস্তির জন্য বিশুদ্ধ খাবারপানি এবং স্যালাইন বিতরণ করা হয়।
শত শত খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন ট্রাফিক ইন্সপেক্টর মুনীর আহম্মদ , এ সময় দুই থেকে আড়াইশো সাধারণ জনগণ, পথচারী, শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় পোস্তগোলা ট্রাফিকের ইন্সপেক্টর মুনীর বলেন,তীব্র তাপদাহের মধ্যে হিট স্টোক থেকে রক্ষায় ডিএমপি থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া তিনি সমাজের বিত্তবানদের ও একাজে এগিয়ে আসার আহবান জানান।