সবার কথা বলে

পোস্তগোলা ফায়ার স্টেশনের আয়োজনে বিশুদ্ধ খাবারপানি ও খাবার স্যালাইন বিতরণ

0 152

পোস্তগোলা ফায়ার স্টেশনের আয়োজনে বিশুদ্ধ খাবারপানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এম এ জব্বার – সংবাদের পাতা:

তীব্র তাপপ্রবাহে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ খাবারপানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বুধবার ০১ মে সকাল ১১ টায় রাজধানীর পোস্তগোলায় দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরন করেন ফায়ার সার্ভিস।

বুধবার দুপুরে পোস্তগোলা ফায়ার স্টেশনের আয়োজনে এই পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিস একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিঃস্বার্থভাবে যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষের পাশে দাঁড়ায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালকের নির্দেশে তীব্র তাপদাহ শ্রমজীবী ও কর্মজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হচ্ছে।

যতদিন তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত পানি আর স্যালাইন বিতরণ অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.