সবার কথা বলে

চোর চক্রের মূল হোতা জাকির সহ তিন সদস্যকে গ্রেফতার করেন কদমতলী থানা পুলিশ

0 162

চোর চক্রের মূল হোতা জাকির সহ তিন সদস্যকে গ্রেফতার করেন রাজধানীর কদমতলী থানা পুলিশ।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শনিবার ৪ এপ্রিল গভির রাতে ১:৫০ মিনিটের সময় ডিএমপি কদমতলী থানাধীন রায়েরবাগ জোড়া খাম্বা রুবেল টিম্বার এর সামনে হইতে এস আই, কবির হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আটককৃরা সকলেই পেশাদার চোর। চোর চক্রের সদস্যরা হলেন ১। জাকির হোসেন (৪২), ২। মামুনুর রশিদ (৩৮) এবং ৩। মোজাফফর (৫০)।

উদ্ধার পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়।


এসময় তাদের নিকট হইতে জব্দ করা হয় চোরাই কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেট বিহীন পিকআপ গাড়ি, বল কাটার, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, একটি হাতুড়ি, একটি স্ক্র ড্রাইভার, একটি চাপাতি, পাঁচ বস্তা মিনিকেট চাউল, নগদ অর্থ ৮,৯৬০/- টাকা, ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উক্ত আসামিদের বিরুদ্ধে ঢাকা শহর সহ সারাদেশে মোট ১০/১৫ টি চুরির মামলা আছে।

এছাড়া কদমতলী থানা পুলিশ পৃথক অভিযানে ৬ কেজি গাজা সহ এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.