প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
৩রা মে শুক্রবার আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখা কতৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর অফিস সংলগ্ন দেওয়ানপাড়া টেনিস ক্লাব মোড়ে। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক জেলা প্রতিনিধি জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা, দপ্তর সম্পাদক আহসান হাবীব সুমন জেলা প্রতিনিধি দৈনিক কলম কথা ও বিশেষ প্রতিনিধি তালাশ টাইম।
তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লাইভ নিউজ বিডি ২৪ডটকম বার্তা সম্পাদক মনোয়ার হোসেন মুক্তা, উপস্থিত ছিলেন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সদস্য মোঃ সোলাইমান সিদ্দিকী তারা, বিলাত আলী দৈনিক তালাশ টাইম।
বক্তারা বলেন গণমাধ্যমের কন্ঠকে রোধ করা যাবে না।গণমাধ্যমের কন্ঠকে দমন করার চেষ্টা করা হলে ঐক্যের মাধ্যমে আরো শক্তিশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে সভাপতি মোঃ খোরশেদ আলম সকল গণমাধ্যম কর্মীদের এক হয়ে সমতা ও ঐক্যের মাধ্যমে কাজ করার আহবান জানান এবং সংবাদ কর্মীদের কোনরকম দূর্নীতিতে না জড়ানো ও তার সাথে আপোষ না করার আহবান জানান। তার সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা শেষে কেক কেটে ই- প্রেসক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪/ইং উদযাপন করা হয়।
© 2023 - দৈনিক সংবাদের পাতা