গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন, ক্ষুদ্র প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
মু. জিল্লুর রহমান জুয়েল, ,(পটুয়াখালী)
গলাচিপায় উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে মত বিনিময় সভায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সজল দাস, ওসি(তদন্ত) মোঃ মোকাম্মেল হক, ও প্রেসক্লাব সভাপতি মু. খালেদ হোসেন মিল্টন।
উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর(গরু) প্রদান করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক অগ্রগতির জন্য বর্তমান সরকার নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া বকনা বাছুর প্রাপ্তরা সরকারের এই সহায়তা পেয়ে খুশি হয়েছে এবং উপজেলা মৎস অফিসার কে কৃতজ্ঞতা জানান।