
এলাকাবাসীর দাবী সোনাইমুড়ীতে একটি কারিগরি মাদ্রাসা প্রতিষ্ঠা করা।
একেএম মহিউদ্দিন,বিশেষ প্রতিনিধি:
১৫মে রোজ বুধবার নোয়াখালীর প্রবেশদ্বার সোনাইমুড়ী পৌরসভার বরলা গ্রামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। প্রোগ্রামটি পৌরসভা ৭ নং ওয়ার্ডের কেন্দ্রবিন্দু বরলা, নাওতলা,দুঃশ্বিম পাড়া ও চন্দ্রপুরের লোক নিয়ে বরলা ভূইয়া বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর সাথে ওপেন মতবিনিময় কালে এলাকাবাসী জানান, সোনাইমুড়ীতে কোনো কারিগরি প্রতিষ্ঠান না থাকায় বাচ্ছাদেরকে গড়তে পারছেন না এবং
সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার টার্গেট থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
তাই তারা একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশাপাশি একটি কারিগরি মাদ্রাসা দরকার বলে জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছেরাজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুনির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডাঃ ইয়াছিন আরাফাত, একেএম বেলাল আহমেদ, আব্দুল্লাহ আল মাকছুদ, একেএম মহিউদ্দিন এবং গোলাম মাওলা।
আরো উপস্থিত ছিলেন, সুলতান আহমেদ, আআব্দুল্লাহ আল নোমান,জামাল আব্দুজ জাহের এবং আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুরুষ, মহিলা মিলে ২০০ শতাধিক মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করবো আমাদের এলাকায় শিক্ষার হার শতভাগ বাস্তবায়ন করা পাশাপাশি কারিগরি শিক্ষা, দিয়ে দেশ বিদেশে কর্মসংস্থান তৈরী করে দেয়া এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে পরকালীন মুক্তির ব্যবস্থা করা।
প্রধান অতিথির কাছে এলাকাবাসী প্রতিষ্ঠানের জন্য জমি চাইলে তিনি বলেন, আমাদের ভাইদের সাথে কথা বলে আমরা ৬০/৬৫ শতাংশ জমি আমরা দ্বীনি ও কারিগরী মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিবো এবং একটি ভবন করে দিবো, ইনশাআল্লাহ।
পরিশেষে এলাকায় শিক্ষার উন্নয়নে সবাই একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে মড় পরিসমাপ্তি হয়।