
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এম এ জব্বার – সংবাদের পাতা:
রবিবার ১৯ মে রাত ০১.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ মাইদুল ইসলাম (২১), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-মানিককাঠি, থানা-বিমানবন্দর, বিএমপি, বরিশাল, ২। মোঃ হানিফ শেখ (২৯), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, সাং-কুচিয়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ আরাফাত ইসলাম শান্ত (২২), পিতা-মোঃ বাবুল বেপারী, সাং-বোয়ালিয়া, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, ৪। মোঃ মেহেদী হাসান (২৩), পিতা-মোঃ মুছা সরকার, সাং-শহীদ ফারুক রোড, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ জামিউল হোসেন @ জয় (২১), পিতা-মোতালেব হোসেন, সাং-শহীদ ফারুক রোড, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে ডাকাতির প্রস্তুতিকালে হাসুয়া-০২ টি, ছোরা-০১ টি, লোহার রড-০১ টি, এসএস পাইপ-০১ টি, রশি-০১ টি ও গামছা-০১ টি উদ্ধার করা হয়।