সবার কথা বলে

ঘূর্ণি ঝড় রেমাল এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস

0 203

ঘূর্ণি ঝড় রেমাল এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস!

বিশেষ প্রতিনিধি – মু. জিল্লুর রহমান জুয়েল:

পটুয়াখালীর গলাচিপা উপকূলীয় এলাকায় ঘূর্ণি ঝড় রেমাল এর প্রভাবে পানি বন্দী পৌর সভার জনসাধারণ, হুমকির মূখে পাড় ডাকুয়া, চিকনিকান্দী, পানপট্রি নদী বেষ্টনী বেশ কয় টি ইউনিয়ন।

অপর দিকে বঙ্গপ সাগর কূল ঘেশা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, মৌডুবীর বেশ কিছু ভেরীবাধঁ ভেঙ্গে একাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে।

ঘূর্ণি ঝড় রেমাল মোকাবেলায় গলাচিপা উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১১৮ টি আশ্রায়ন কেন্দ্র, ১৮’টি মেডিকেল টিম, ২৭ শত স্বেচ্চা সেবী কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

উপকূলীয় এলাকার আশ্রায়ন শেল্টার গুলোতে জনসাধারণকে নিরাপরাদে সরিয়ে নেয়া হয়েছে।
আশ্রায়ন শেল্টার গুলোতে স্থানীয় ইউনিয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সিপিপি কর্মীদের সহযোগীতায় ঘূর্ণি ঝড় এর শতর্কতা মাইকিং এর প্রচার অভ্যাহৃত রয়েছে।

দূর্যোগ মোকাবেলায় পটুয়াখালী জেলায় ৭ শত ৩ টি সাইক্লোন শেল্টার, ৩৫ টি মুজিব কেল্লা, ৭:শত ৩০ মেঃটন চাল ও প্রায় ১০ লাখ নগদ টাকা প্রস্তুত এর পাশাপাশি ৯’হাজার রেড ক্রিসেন্ট ও ও সিপিপি স্বেচ্চা সেবী কর্মী, ৭৬ টি মেডিকাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

অপর দিকে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, খেজুর, চিড়া, বিস্কুট ও নগত ৭৫ হাজার টাকা ও ১৪’শত ৮০ মেঃটন চাল মওজুদ সহ মেডিকাল টিম, স্বেচ্ছা সেবী কর্মী এবং ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মী ও থানা পুলিশ বিভিন্ন ভাবে প্রস্তুত রয়েছে।

ঘূর্ণি ঝড় রেমাল এর প্রভাবে নদীর জোয়ারে পানি স্বাভাবিক এর চেয়ে বিপদ সিমার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে, সকাল থেকে সন্ধার আগ মুহুর্ত পর্যন্ত দমকা হাওয়ার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি সহ ঝড় হাওয়া বৈতে শুরু করেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.