সবার কথা বলে

আল্লাহ জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে

0 149

আল্লাহ জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে

একেএম মহিউদ্দিন – সংবাদের পাতা:

এই সত্য আমগাছটির বেলায় সত্যি হলো। রাজধানী ঢাকার মতিঝিল টি এন্ডটি কলোনী সরকারী প্রাইমারি স্কুলের দক্ষিণ কর্নারে আমগাছটি দাড়ানো।

জৈষ্ঠেরআগুনে পোড়াতাপে গাছটির একটি ডাল শুকিয়ে যায়।সেই গাছকেই সান্ত্বনা দিয়ে আল্লায় অন্য ডালে থোকায় থোকায় মুকুল ফুটিয়েছে, যাহা ইতিপূর্বে গাছটিতে কখনো দেখা যায়নাই।

স্থানীয়দের সুত্রে জানা যায় মৌসুমের শুরুতেই গাছটি সময় মত মুকুল এসেছে এবং গতানুগতিক আম ও ধরেছে যাহা ইতিপূর্বে এলাকার লোকজন পাড়িয়ে নিয়েছে। নতুন করে ফুল আসা এবং অপর ডাল শুকিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.