চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯নম্বর বিপদ সংকেত থাকলেও উপকূলীয় এলাকায় ভারি বর্ষনে প্লাবিত হয় অনেক এলাকা। ঘূর্নিঝড় রেমালের ভয়ঙ্কর প্রভাব না আসলেও গতকাল ২৭মে সকাল থেকে টানা বৃষ্টির ভারি বর্ষণে চট্টগ্রাম এর মীরসরাই এলাকায় উপকূলীয় ও নিম্নাঞ্চল এলাকায় পানিতে প্লবিত হয়ে আটকে পড়ে অনেক পরিবার।
এতে প্রায় অনেক পরিবার গৃহবন্দী হয়ে পড়ে। বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় অনেক জায়গায়।কর্মমূখী মানুষজন কর্মহারা হয়ে পড়ে এতে সাধারন মানুষের জীবন দূর্বিসহ হয়ে যায়। হালকা দমকা বাতাস বইলেও কিছু কিছু এলাকায় গাছপালা ভেঙ্গে যায়, পরিবারের ক্ষয় ক্ষতিও হয় অনেক। বাড়ির পাশের একটি গাছ ভেঙ্গে তামরীজ একাডেমী নামে একটি কিন্ডারগার্টেন স্কুলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
তবে এ সময় বিদ্যালয় বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। ২৬মে রাত থেকে ২৭মে সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও আজ ২৮মে কোনো কোনো এলাকায় সংযোগ দেওয়া হয় বিদ্যুৎ।