
দীঘিনালা থানা পুলিশের সাঁড়াশি অভিযান দেশীয় চোলাই মদসহ ০১ জন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।
এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা কর্তৃক ২৬ মে রাত ১৮.২০ ঘটিকায়
গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০২নং বোয়ালখালী ইউপির ০৭নং ওয়ার্ডস্থ বাস টার্মিনাল মসজিদ মার্কেট মসজিদের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আসামী রনি শীল(৪৮), পিতা-মৃত সুন্দর শীল, মাতা- ননী শীল, গ্রাম- বরইকান্দি (মাইজপাড়া, ০২ নং ওয়ার্ড, সিলেট সিটি কপোর্রেশন) , উপজেলা/থানা- দক্ষিণ সুরমা, জেলা -সিলেট, বর্তমান- (০২নং মাইলের মাথা, ব্যারিষ্টার কলেজ সংলগ্ন, নিউ চাঁদের আলো মেডিকেলের পাশে, সেলিমের ভাড়াটিয়া, সিটি কপোর্রেশন ৩৮ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- চট্টগ্রাম বন্দর, জেলা -চট্টগ্রাম কে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হক বলেন আমি আমার কর্তব্য কাজে কখনো পিছুপা হইনি অন্যায়ের কাছে মাথা নত করিনি, অত্র দীঘিনালা থানা এলাকায় মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার চোরাচালান ও তাদের গডফাদারদেরকে ধরা, ওয়ারেন্ট তামিল সময়ের অপেক্ষা মাত্র।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।