সবার কথা বলে

উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

0 64
বালিয়াডাঙ্গীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
মোঃ সাইফুল ইসলাম – সংবাদের পাতা:
‘জীবনের জন্য বিজ্ঞান, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শেষে অতিথিবৃন্দ মেলার প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সোমবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার  এর সভাপতিত্বে অতিথি ছিলেন বিসিএসআইআর ঢাকার সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. সুজিত কুমার বণিক, বিসিএসআইআর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন) ইব্রাহিম খলিল , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন , উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন , উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.