0 85
বালিয়াডাঙ্গীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম – ঠাকুরগাঁও প্রতিনিধি:
‘শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ মে) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফছানা কাওছার প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি মহাদয় আর ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উতুল চন্দ্র, এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , সমাজসেবা কর্মকর্তা , সমবায় কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধারন সম্পাদক, সিনিয়র সহ সভাপতি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সবুর, ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমজান আলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উতুল চন্দ্র বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।