সবার কথা বলে

সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ এর মায়ের মৃ*ত্যু

0 142
বালিয়াডাঙ্গীতে সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ এর মায়ের মৃত্যু
মোঃ সাইফুল ইসলাম – সংবাদের পাতা:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা ও দিগন্ত টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদের মাতা ফাতেমা বেগম (৭০) বার্ধক্য জনিত কারণে বুধবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন-⁠ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়ে, নাতী নাতনী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি হলেন- সমাজ সেবক বজির উদ্দীনের সহ ধমনী।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় মরহুমার নিজ গ্রাম বালিয়াডাঙ্গী ফুলতলা গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
তার ছোট ছেলে বাবুল হোসেন বিজিবি সদস্য। তার মৃত্যুতে পৃথক বৃবিতিতে শোক প্রকাশ করেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আলহাজ্ব কাজী ফাহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, জামায়াতের কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির মুজলুম জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম, সহ সভাপতি মিঞা মো: সাইফুল্লাহ কলম বিএসসি মাষ্টার,সাধারন সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান ও খোরসেদ আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি সরিফুল ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.