0 128

সৈয়দপুরে হঠাৎ ঝড়ে শতাধিক ঘর ও দোকান বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়-ক্ষতি।
মাসুদুর রহমান – (নীলফামারী) প্রতিনিধি:
গতকাল বুধবার রাতে ২৫ মিনিটের ঝড়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাপক ক্ষয়–ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধ শতাধিক কাচা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৬৪ কিলোমিটার। খোজ নিয়ে জানা গেছে, ঝড়ে উপজেলার পৌর মিস্ত্রিপাড়া আমিন মোড় এলাকায় একটি বড় বট গাছ উপড়ে পড়ে। এতে করে ওই এলাকায় বাড়িঘরসহ প্রায় ১০টি দোকান বিধ্বস্ত হয়। অন্যদিকে ক্যান্টবাজার এলাকায় প্রায় ১৫ থেকে ২০ টি দোকাঘর বিধ্বস্ত হয়েছে।
এছাড়া উপজেলার ৫ টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় কাচা বাড়িঘর বিধ্বস্ত ও গাছ উপড়ে গেছে। সৈয়দপুর পৌর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল ইসালম শাহিন বলেন, হঠাৎ করেই ঝড় ওঠে। যা অনেকটা টর্নেডোর মতো ছিল। আমার ওয়ার্ডের তিন এলাকায় বড় দুটি গাছ উপড়ে গিয়ে প্রায় ১৫ টি বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে। এর মধ্য একটি বড় গাছ উপড়ে পাশের বাড়িতে পড়ে একদমই দুমড়ে-মুচড়ে গেছে বাড়ি বিধ্বস্ত হয়। অপ্লের জন্য প্রানে রক্ষা পান ঘুমন্ত শিশুসহ বাড়ির লোকজন। ক্ষতিগ্রস্থদের সাধ্যমতো সহযোগিতা করা হয়েছে। পৌর প্যানেল মেয়র আবুল কাশেম দুলু বলেন, তার এলাকায় ঝড়ে তাঁর এলাকায় প্রায় ১০ টি দোকান লন্ড ভন্ড হয়ে গেছে। কয়েকটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই- আলম সিদ্দিকী বলেন, ঝড়ে উপজেলায় ক্ষয়ক্ষতির খোজ-খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে।