সবার কথা বলে

প্রথম যোগ দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি

0 98

হাতিয়ায় মাসিক সমন্বয় সভায় প্রথম যোগ দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি

মোঃএনায়েত হোসেন
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমির প্রথম মাসিক সমন্বয় সভায় যোগদান।

আজ রবিবার(২জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে,মাসিক সমন্বয় সভায়,হাতিয়া নির্বাহী অফিসার শুভাশীষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী,সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুব মুর্শেদ লিটন,উপজেলা ভাইসচেয়ারম্যান এডঃ কেফায়েত উল্লাহ,সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মমতা বেগম লাভলী,নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান শামসুর নাহার,হাতিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আমান উল্লাহ,হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ,উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ এছাড়া আরও উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।

মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন,হাতিয়ায় আজ থেকে কোন চাঁদাবাজি,সন্ত্রাসী, মদ,গাজা,ইয়াবাসহ সকল প্রকার অপকর্ম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো।এছাড়া তিনি হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন এদের যদি ধরতে পারেন তাহলে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়।এছাড়া হাতিয়ায় এখন রাতে ২/৩ টা পযর্ন্ত একা হাঁটলেও কোন চোর ডাকাত ধরবে না।কারণ হাতিয়ার মানুষ এখন আগের মতো নেই।সবাই এখন সচেতন নাগরিক। হাতিয়ার মানুষ এখন আর খারাপ পথে চলে না।

এছাড়া অনুষ্ঠান শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ লিটন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে,পরে তিনি বিদায় নেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.