সবার কথা বলে

গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0 151

গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি – মু. জিল্লুর রহমান জুয়েল:

” করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা আর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যের আলোকে ৫’জুন বুধবার সকাল দশ’টার সময়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা মিলনায়তন হল রুমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল,জি,ই,ডি) গলাচিপা উপজেলার প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম।

এর পূর্বে সকাল দশ টার দিকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, স্কাউট সদস্য ও বিভিন্ন জনের অংশ গ্রহনে জনসচেতনতায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।


আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক- অরাজনৈতিক কর্মোদ্যোগে জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে দিবস’টি পালিত। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি।এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। তথ্য সূত্রে দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০২৩ সালে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হবে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।

সভায় সারা দেশে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে ‘প্লাস্টিক দূষণ সমাধানে বিভিন্ন আলোচনা, এবং অধিক পরিমানে গাছ লাগানোর পরামর্শ দেয়া হয়। এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় উপজেলা বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবির, তথ্য আপা কিসমত আরা বেগম, প্রেস ক্লাবের সভাপতিমমু. খালিদ হোসেন মিল্টন, গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মু. জিল্লুর রহমান জুয়েল সহ এনিম্যাল লাভারস অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর টিম লিডার মো: সোহেল হোসেন রাসেল প্রমূখ।

আয়োজকরা মনে করেন, কয়েক বছর ধরে পরিবেশে অনেক অস্বাভাবিক ও নজিরবিহীন পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনগুলি প্রকৃতির প্রধান উপাদান যেমন জল, বন, জমি এবং সমগ্র বায়ুমণ্ডলকে খারাপভাবে প্রভাবিত করছে। এই পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই তীব্র যে পৃথিবীর অস্তিত্ব, এর বায়ুমণ্ডল এবং সমগ্র জীবজগতের অস্তিত্বই সংকটের মুখে।

এর পাশাপাশি মানুষের আচরণে জীববৈচিত্র্যের ক্রমাগত ধ্বংস একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। মানুষের অপরিকল্পিত উন্নয়ন নদী,নালা,জলাশয় ভরাট, বন ধ্বংস, প্লাস্টিক দুষণ, নির্বিচারে বন্যপ্রাণী হত্যা ইত্যাদির প্রভাবে পরিবেশ আজ হুমকির মুখে। আমাদের নিজদের স্বার্থে পরিবেশ কে রক্ষা করতে হবে। এজন্য সবার প্রতি অনুরোধ করবো প্লাস্টিক ব্যবহার, নদী, পুকুর, জলাশয় ভরাট না না করা, বন ধ্বংস না করে প্রচুর গাছ লাগানো সহ বন্যপ্রাণী হত্যা থেকে নিজেদের কে বিরত থাকতে হবে। পরে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.