সবার কথা বলে

জামালপুর সদর উপজেলায় নবাগতা ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 127
জামালপুর সদর উপজেলায় নবাগতা ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মো: এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
বিভিন্ন পেশার মানুষের সাথে নবাগতা ইউ এন ও (জামালপুর সদর) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউপি সচিব, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।  তাদের  সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর সদর উপজেলার নবাগত ইউএনও জিন্নাত শহীদ পিংকি।
সোমবার (৩ জুন) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে
জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, সদর উপজেলার সহকারী কমিশন (ভূমি) সিহাবুল আরিফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: হামিদা খাতুন, উন্নয়ন সংঘের  পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল জলিল, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কর্মের মাধ্যমে কিভাবে সারাজীবন মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেই দিক বিবেচনা করে যদি কাজ করার মাধ্যমে একটি মডেল উপজেলা পরিষদ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.