সবার কথা বলে

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪

0 184

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪

এম এ জব্বার – সংবাদের পাতা:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪, “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এবারের শ্লোগান নিয়ে ট্রাফিক ওয়ারীর বিভাগের পক্ষ থেকে ডিসি ট্রাফিক ওয়ারী মোহাম্মদ আশরাফ ইমাম বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।

বক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহান, এসি (ট্রাফিক ওয়ারী) কপিল দেব গাইন, এসি (ট্রাফিক যাত্রাবাড়ী) তানজিল আহমেদ, এসি(ট্রাফিক ডেমরা) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসসহ অন্যান্য পুলিশ সদস্য।

 

এছাড়া ট্রাফিক ওয়ারী বিভাগের ওয়ারী, জনপদের মোড়, ধোলাইপাড়, পোস্তগোলা ঈগল বক্স, জুরাইন, মাতুয়াইল ইউলুপ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) এবং ডেমরা স্টাফ কোয়ার্টারে বৃক্ষরোপন করেন। মাতুয়াইল ইউলুপে বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন ৬৪, ৬৫ এবং ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর জনাবা লাকি। দিনের অন্যান্য কর্মসূচিতে ডিসি ট্রাফিক ওয়ারী অফিস থেকে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয়।

ট্রাফিক ওয়ারী বিভাগের সকল সদস্য, সাধারণ জনতা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লাকি, দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ডের মুক্তিযোদ্ধা আদম আলীসহ রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ সানজিদা খানম।

ট্রাফিক ওয়ারী ডিসি কার্যালয় থেকে রেলী শুরু করে দয়াগঞ্জ হয়ে শের-ই- বাংলা নগর স্কুল হয়ে ডিসি ট্রাফিক ওয়ারী কার্যালয় এসে রেলীটি শেষ হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.