
ডাক্তার সাহেবের কথা মতে মৃত শিশু ভেবে কবর দিতে সব প্রস্তুত করেন শিশুটির পরিবার। কবরস্থ করার জন্য প্যাকেট থেকে লাশ বের করে নবজাতকের চাচা হাতে নিলে অনুভব করে হঠাৎ শিশুর শ্বাস নিচ্ছে। কাপড় খুলে দেখে শিশুর পেট নড়ছে শ্বাসপ্রশ্বাস চলছে।এ নিয়ে চাঞ্চল্যকর বিরাজ করে পুরো এলাকায়।
এমন আকস্মিক ঘটনা ঘটে গত শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা ওমর সারেং বাড়িতে। ঐ বাড়ির ইউনুস ও জেসমিন দম্পতি সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এদিকে সন্তান জীবিত ঘটনা সত্যতা দেখে অনেকেই মৃত ভাবা শিশুটিকে আবারও মিঠাছরা জেনারেল হাসপাতালে আনলে ডাক্তার পূর্বের ন্যায় কোনো পরামর্শ না দিয়েই বলেন এটা মারা যাবে।কোথাও নেওয়ার প্রয়োজন নেই। এসব শুনে ক্ষুব্ধ এলাকাবাসী।শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২০ঘন্টা অবজারভেশনে রাখার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।