0 114
শত বছরেরর প্রাচীনতম গরুরহাট
জামাল উদ্দিন – সংবাদের পাতা:
শতবছরের প্রাচীনতম সুনাম ও সুপরিচিত গরুরহাট মিঠাছরা বাজার। এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মিঠাছরা বাজারে ঢাকা – চট্টগ্রাম মহা সড়কের কোল ঘেঁষেই অবস্থিত।
এ বাজারে প্রতি বৃহস্পতিবার ছোট বড় সকল ধরণের গরু বিক্রি হয় পুরো বছর জুড়ে। কিন্তু কোরবানির ঈদ কে কেন্দ্র করে এ বাজারে বৃহস্পতিবার এর পাশাপাশি রবিবার ও উঠানো হয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া। এ বাজার এ ক্রেতারা আসার কারন ও এত জনপ্রিয়তার কথা জানতে চাইলে অনেক ক্রেতা বলেন, “এ বাজারে পছন্দ মত গরু বা মহিষ বা ছাগল যার যার সামর্থ অনুযায়ী কিনতে পারে এবং সঠিক দাম দিয়ে পশু ক্রয় করা যায়। বাজারে সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের সঠিক তদারকি ও পর্যবেক্ষণের দালাল বা অসৎ কার্যক্রম সম্পূর্ণ রোধ করতে পেরেছে বলে আমরা মনে করি-“এমনটাই বললেন কোরবানির হাটে আসা ক্রেতারা।
এ সম্পর্কে বাজার ইজারাদার গং এর সাথে কথা বললে তারা জানান ঐতিহ্যবাহি এ বাজারের দীর্ঘবছরের সুনাম রক্ষা করতে এবং ক্রেতাদের স্বস্তি অটুট রাখতে উনারা সর্বদা প্রস্তুত। বাজারে উন্নয়নেও তাদের ভূমিকা অনেক।এক সময় বৃষ্টি হলে গরুর মাঠ কর্দমাযুক্ত থাকতো বলে দূরদূরান্তের মানুষ অনেকে নাক কুচকাতো বা বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতো যা এখন একদম নেই।পুরো মাঠ সংস্কার করা এবং ঢালাই করা। এ বাজারে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন বাজারের বড় বড় ব্যাবসায়ী এখান থেকে পশু ক্রয় করে নিয়ে যায় অন্য বাজারে বিক্রয় করার জন্য।এ ধরণের ব্যবসায়ীগণও অনেক খুশি যে তাদের চাহিদা মত সঠিক দামে এ বাজার থেকে পশু ক্রয় করতে পারেন বলে।