
নোয়াখালী পৌরসভা হবে বাংলাদেশের সেরা পৌরসভা – ইমন ভট্ট।
মোঃএনায়েত হোসেন
নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। সর্বত্রই চলছে আলোচনা ও বইছে নির্বাচনী হাওয়া।সারা দেশের ন্যায় আলোচিত নোয়াখালী পৌরসভাতেও নবীন এবং প্রবীণসহ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন তাদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরাও বিভিন্ন ভাবে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালী পৌরমেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ঈমন ভট্ট।
নোয়াখালী পৌরসভার মনোনয়ন প্রত্যাশী ঈমন ভট্ট পৌরসভার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন,আমি যদি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নোয়াখালী পৌরসভার মেয়র পদে মনোনয়ন পাই এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে নোয়াখালী পৌরসভাকে বাংলাদেশের সেরা পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়া আমি পৌরবাসীর সুখে,দুঃখে সারাজীবন কাজ করে যাবো।