
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সায়দাবাদ বাস টার্মিনালে সভা।
মোঃ সাগর – সংবাদের পাতা:
ঈদযাত্রায় ভোগান্তি নতুন কিছু নয়। পরিবহন সংকট, ভাঙাচোরা রাস্তা, সড়ক দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের মতো ঘটনা লেগেই থাকে সড়কে। এসব ভোগান্তি কমিয়ে আনতে বুধবার (১২ জুন) সকাল ১১ টায় সায়দাবাদ বাস টার্মিনালে সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সভায় পদক্ষেপ নেওয়া হয়। পদক্ষেপগুলোর মধ্যে মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও আঞ্চলিক মহাসড়কগুলো যানজট মুক্ত রাখা, টার্মিনালগুলোয় শৃঙ্খলা রক্ষায় ভিজিলেন্স টিম গঠন করা, দুর্ঘটনার পর সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়কে অস্থায়ী বা ভাসমান হাট অপসারণ, মহাসড়কের
অপব্যবহার বন্ধ করা, বিকল্প সড়ক ব্যবহার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ও মোবাইল কোর্ট পরিচালনা, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা, এক্সেল লোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, টোল প্লাজার সব বুথ খোলা রাখা, সিএনজি স্টেশন চালু রাখা, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ রাখা, জরুরি সার্ভিসগুলো প্রস্তুত রাখা, বিআরটিসির স্পেশাল সার্ভিস চালু করা, বিনা প্রয়োজনে মহাসড়কে গাড়ি না থামানো, নির্দিষ্ট সময়ের জন্য বাস, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান বন্ধ রাখা,দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত অপসারণের জন্য রেকার ও ক্রেন প্রস্তুত রাখা,অনভিজ্ঞ চালক দিয়ে মহাসড়কে গাড়ি না চালানো, টয়লেটগুলো ব্যবহার উপযোগী রাখা, কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করা, যানজট নিরসনে সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, কাঁচপুর,মহাসড়কের বিভিন্ন স্থানের গ্যাপ যৌক্তিকভাবে কমিয়ে আনা, চৌরাস্তার দুই পাশে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং শিল্প কারখানার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কে পার্কিং করে লোড-অনলোড না করা।
ঈদের সময় পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা দেয়। এই অনিয়ম বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তাৎক্ষণিক সৃষ্ট যানজট দূর করতেও নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া ঈদযাত্রীদের বড় একটি অংশ গার্মেন্টকর্মী। ঈদের আগ মুহূর্তেই অধিকাংশ গার্মেন্ট একসঙ্গে ছুটি দেয়। ফলে একসঙ্গে অনেক মানুষ বাড়িতে রওনা দেয়।
মালিক শ্রমিক যৌথ সভায় উপস্থিত ছিলেন,যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি হাসান, হাজী মোহাম্মদ আলী সুবা, আজমুল উদ্দিন আহমেদ সবুর, মুশফিকুর মান্নান বায়ু (চেয়ারম্যান), আবুল কালাম, কাজী সেলিম সারোয়ার, আব্দুর রহিম চৌধুরী,মইন উদ্দিন, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, রাজু,ও বিভিন্ন রোডের মালিক শ্রমিক নেতৃবৃন্দ ।