সবার কথা বলে

মসজিদের সিল ব্যাবহার করে সভাপতিকে বহিষ্কারের নোটিশ

0 83

মসজিদের সিল ব্যাবহার করে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে বহিষ্কারের নোটিশ।।

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইস এম কামাল হোসেন উপজেলার দেহেরগতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও আগরপুর ইউনিয়নের সভাপতি মোঃ রানা চাপরাশিকে দলিয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের আদেশন দিয়েছেন। সেখানে দেখা যায় মোঃ সিরাজুল ইসলামের বহস্কার প্যাডে নিম্নে স্বাক্ষরিত স্থানে জামে মসজিদের সিল ব্যাবহার করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য গত ০৫/০৬/২৪ ইং তারিখের বাবুগঞ্জে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়, উক্ত নির্বাচনে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর এইস এম কামাল হোসেন দেউলিয়া হয়েছেন বলে মন্তব্য করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহম্মেদ শিল্পী। তার বাবুগঞ্জ কন্ঠ নামের ফেসবুক গ্রুপে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তা তুলে ধরা হলো।


মসজিদের সভাপতির সিল ব্যবহার করে স্বেচ্ছাসেবক লীগের প্যাডে দেহেরগতি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে সাময়িক বহিষ্কার এর নোটিশ।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, ভুল সিল ব্যবহার করে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছেন। উপজেলা নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থী হেরে যাওয়ায় অতি হিংসা পরায়ণ বসত এই ধরনের বেআইনি অসংগঠনিক পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, সাধারণ সম্পাদকের সিলেও বিরাট ভুল রয়েছে। একবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ লিখে, আবার বাবুগঞ্জ উপজেলা শাখা লিখে বিষয়টি রিপিট করেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, এই নির্বাচনে কাউকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। সুতরাং বহিষ্কারের প্রশ্নই আসে না। এই ধরনের বেআইনি পদক্ষেপ নেওয়ার জন্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কে দল থেকে অব্যাহতি দেওয়া উচিত বলে মনে করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, ইঞ্জিনিয়ার শাহরিয়ার শিল্পী এবং নবনির্বাচিত চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
তারা আরো জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একজন বিশেষ ব্যক্তির আজ্ঞাবহ। তাদের বেআইনি ও অসাংগঠনিক কার্যকলাপ দলের ভাব মূর্তিকে পদে পদে ক্ষুন্ন করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অচিরেই বরিশাল জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন।

এ বিষয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব এইস এম কামাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও সে ফোন রিসিভ করেন নি।।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.