0 70
সৈয়দপুরে অবৈধভাবে ভাড়াটিয়া বাড়ি দখল করে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপমান ও আক্রমণ করার অভিযোগ।
নিজেস্ব সংবাদদাতা :
নীলফামারী সৈয়দপুর নয়াটোলা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে গোলাপ ও মুন্নি বেগম নামে ভাড়াটিয়া তার বাড়ির মালিকের অংশীদারদের সঙ্গে জমিতে মামলা থাকায় তাদের সঙ্গে আতাত করে দীর্ঘদিন যাবত বাড়ির মালিক শফিকুল ইসলামকে ভাড়া না দিয়ে নিজের বাড়ি বলে অবৈধভাবে বসবাস করে আসছে। এর মাঝে ভাড়াটিয়াদের নোটিস এবং থানায় অভিযোগ দেওয়ার পরও ভাড়াটিয়ারা কিছুতেই বাড়ি থেকে বাহির হচ্ছিল না। তারা বলছিল তাদের অংশীদার তাকে বাড়ি লিখে দিয়েছে মর্মে সে বর্তমানে এই বাড়ির মালিক।
এমতাবস্থায় ১১ জুন রোজ মঙ্গলবার আনুমানিক বেলা একটার সময় বাড়ির মালিক শফিকুলের সাথে বাড়ি ছাড়া নিয়ে ভাড়াটিয়ার দ্বন্দ্ব শুরু হলে লোকজন সেখানে জমা হয়। এবং সেখানে সাংবাদিক মোঃ মাসুদুর রহমান পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত হয়। একপর্যায়ে তাদের বাকবিতন্ডা চরম আকার ধারণ করলে সেখানকার ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করলে, সেই অবৈধ ভাড়াটিয়া গোলাপ ও তার স্ত্রী মুন্নি বেগম সহ তাদের ছেলেমেয়ে ও জামাই একত্রিত হয়ে সেই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এবং তাদের সহযোগী বাদল,ও মুজাহিদ (মোজা) একপর্যায়ে সেই সাংবাদিককে আক্রমণ করার জন্য এবং মেরে ফেলার হুমকি স্বরূপ হাতে ছুড়ি নিয়ে তাড়া করে।
সে সময় সাংবাদিক দৌড় দিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে নিজের জীবনের নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেন।