0 76

আত্মশুদ্ধি
কবি জামাল
জীবন ঘুড়ি উড়ছে মালিক
নাটাই তোমার হাতে রয়
কিসের মায়ায় ঘুরপাক খায়
ছিরলে দড়ি বিনাশ হয়।
নাটাই তোমার হাতে রয়
কিসের মায়ায় ঘুরপাক খায়
ছিরলে দড়ি বিনাশ হয়।
রংবেরঙের আলো দিয়া
সাজাইছো এই দুনিয়ায়
পাগল বেশে ঘুরছি মালিক
তোমার দিদার লাভ আশায়।
ভাগ্য যাদের আলোকিত
তারাই কেবল হাজির হয়
লাব্বায়কের ধ্বনির স্বরে
আকাশ বাতাস শীতল হয়।
আত্মশুদ্ধির এই পরীক্ষাতে
তারাই কেবল পাশ হয়
যাদের মনে আছে শুধু
শেষ পুরী আর রবের ভয়।
সবাই তো চায় বড় গরু
বড় পশুর কুরবানি
বড় মনের মানুষ আছে
এই দুনিয়ায় কয়জনি?
গরু কিনে গোশতো মাপে
নিজের ভাগের বেশখানি
ফ্রিজ ভর্তি করার পরেই
বিলিয়ে দেবো একটু খানি।
সমাজপতি নেতা আমি
মসজিদের প্রথম কাতার
কথা যদি লাগে গায়ে
ছাড় দেবেকি সে আবার।
ওরে মানুষ রঙ্গের ফানুস
কতযে আর উড়বে যাই
এইতো সময় পুরিয়ে এলো
পাবেনা আর কোনো ঠাঁই।
সকাল বেলার জ্যান্তু পশু
কুরবানির পর তুমি খাও
তুমি মরলে খাবে পোকায়
আন্ধার ঘরে একটু যাও।
শিক্ষা তুমি নিতে পারো
সকল জীবের প্রাণনাশে
তাদের মত তোমার বিনাশ
আসছে তেড়ে বেগ বেশে