কুমিল্লা হোমনায় নায়াকান্দি গ্রামে ঈদ আনন্দ ভাগাভাগি
মোঃ হাসান কুমিল্লা:
কুমিল্লার হোমনায় ভাষানিয়া ইউনিয়নের ছোট এক গ্রাম
নায়াকান্দি এ গ্রামবাসীর যৌথ উদ্যোগে, গরিব দুঃখী
অসহায় কুরবানী বঞ্চিত মানুষের মাঝে নয়াকান্দি মুন্সিবাড়ি যুবক ছেলেদের আন্তরিক প্রচেষ্টায়, প্রতিবছর নারকান্দি গ্রামেশ রীকে কোরবানী দেয়ার সমান মাংস বিতরণ করা হয়ে থাকে।
এতে করে কুরবানী বঞ্চিত নয়কান্দির গরীব দুঃখী মানুষেরা কারো বাড়ি বাড়ি যেয়ে নিজেকে ছোট করে হীনমন্যতার সাথে হাত পেতে এক টুকরো মাংস চাইতে হয় না।
তারা আরো জানায়, নয়া কান্দির পূর্বপুরুষ থেকে বহুদিন যাবত এই সামাজিক রীতি প্রচলিত থাকায় সমাজের প্রতিটা মানুষের প্রতি আন্তরিকতা এবং সম্মান বজায় থাকে।
কুরবানী দিতে পারে না এমন মানুষের ঘরে ঘরে যেয়ে নাম
লিস্টি করে সবাইকে তার সামাজিক অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এই আয়োজন, তারা ৭ শরিকে আল্লাহর নামে কুরবানী করেন তার এক শরিক বাধ্যতামূলক নয়াকান্দি পঞ্চায়েতকে দিতে হয়।
এবিষয়ে আরো জানা যায়, যারা ৩ শরীরকে কুরবানী করেন তার ১ শরিক পঞ্চায়েত কে দিতে হয়, যারা একা কুরবানী করে তার তিন ভাগের এক ভাগ পঞ্চায়েত কে দিয়ে থাকেন।