সবার কথা বলে

যানজট নিরসনে সংসদ সদস্যগণের সাথে ট্রাফিক ওয়ারী বিভাগের সমন্বয়সভা

0 213

যানজট নিরসনে সংসদ সদস্যগণের সাথে ট্রাফিক ওয়ারী বিভাগের সমন্বয়সভা।

এম এ জব্বার – সংবাদের পাতা:

ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যাতে মাওয়া ইনকামিং ও আউটগোয়িং রাস্তা দিয়ে স্বস্তিতে ঢাকা মহানগরীতে ফিরতে পারে, সে লক্ষ্যে ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে বুধবার ১৯জুন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পযর্ন্ত, ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের এমপি ড. মোহাম্মদ আওলাদ হোসেন এবং মশিউর রহমান মোল্লা সজলকে নিয়ে এক সমন্বয় সভা করে থাকেন ট্রাফিক ওয়ারী বিভাগ।

এসময় ডিসি ট্রাফিক ওয়ারী মোহাম্মদ আশরাফ ইমাম সমন্বয়েকের দায়িত্ব পালন করেন এবং এডিসি (ট্রাফিক-ওয়ারী) সুলতানা ইশরাত জাহান সঞ্চালনা করেন। এছাড়া যাত্রাবাড়ীর টিআই পবিত্র বিশ্বাস এবং ধোলাইপাড়ের টিআই মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় উল্লেখিত সংসদ সদস্যদ্বয় তাদের রাজনৈতিক মাঠ পর্যায়ের নেতা/কর্মীকে ট্রাফিক ওয়ারী বিভাগকে সহযোগিতা প্রদানের নির্দেশনার পাশাপাশি অন্যান্য নির্দেশনা দেন:

১) যাত্রাবাড়ী হতে ধোলাইপাড় পর্যন্ত (মাওয়া আউটগোয়িং ) ও ধোলাইপার হতে যাত্রাবাড়ী পর্যন্ত (মাওয়া ইনকামিং) রাস্তা দুটিতে সকল প্রকার ব্যানারের বাস এক সাড়িতে দাঁড়াবে।
২) একটি কোম্পানির একটি বেশির বাস রাস্তায় বাম লেন ঘেঁষে দাঁড়াবে না।
৩) প্রতিটি ব্যানারের বাস সর্বোচ্চ ১৫ মিনিট দাঁড়াবে।
৪) এমপিগন আগামী কয়েকদিনের মধ্যে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সকল বাস মালিক, কাউন্টার মালিক, পেট্রোল পাম্প মালিক, জ্বালানি পাম্প মালিক এবং রাজনৈতিক কর্মীদেরকে যানজট নিরসনে অধিকতর কঠোর নির্দেশনা প্রদান করবেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.